কত অচেনার বন্ধু হয়েছি কত দূর যাই চলে,
কত কিছু বলি-যেন মনখুলে-কত কিছু গেছে বলে।
জানিনা ঠিকানা কই বাড়ি ঘর নাই কিছু আর জানা,
এক হয়ে গেছি ফেসবুক দিয়ে এই পথে নাই মানা।
দেশ বিদেশের কাটা তারে বেড়া পারেনি আটকে দিতে,
করেছি আলাপ যেন দুইজনে হলাম সংঘ মিতে।
কতলোক ভিড়ে, কাকে রাখি মনে কেবা কয়জনে,
চোখের আড়ালে হারিয়েই যায় প্রতি ক্ষণে ক্ষণে।
যখন পাবেন একটু সময় তব এসে দেখো ফিরে,
আমি রয়ে গেছি অনেক মেসেজে আপনার ভিড়ে।
শত ব্যস্ততা যখন কাটবে দুই চোখ যদি পড়ে,
অনেক মেসেজ দিয়েই রাখছি এক এক তব করে।
সবশেষে যেন পড়বে দুচোখে ছন্দে ছন্দে দুটো,
রেখে গেছি হাতে তোমার দুয়ারে ভালোবাস একমুঠো।
মোঃ মুসার লেখা
শশীভূষণ চরফ্যাশন ভোলা ।
মোঃ মুসার কবিতা পড়তে গুগল সার্চ দিন