একটি কবিতা পড়তে এসেছি
          ‌  যেই কবিতায় মন ভালো করে,
লেখার মিছিলে সেই কবি খুঁজি
                নব উদ্যমে যদি কিছু ধরে।
প্রবীণ অনেক কবি রয়েছেন
              নবীন কবিকে খুঁজতে এলাম,
দেখেছি অনেক কবির আসরে
         ‌‌‌‌‌‌       কাব্য বিহীন হোঁচট খেলাম।

কবিতায় দেখি ঠুনকো কাঠামো,
              নাই কবিতায় কোনো আনন্দ,
মনের ভেতর যা কিছু এসেছে
             লিখে ফেললেন বানিয়ে ছন্দ।
ছন্দ কি আর মনগড়া হয়
                   ‌‌‌‌‌‌   ‌‌‌‌চর্যাপদের অক্ষর যদি,
মাত্রাবৃত্তে পড়তেই হয়
              ভরাডুবি আজ কবিতার নদী।

কবিতার জলে সাঁতার কেটেছি
           জলের আঁকার মাপা শেষ তাই,
উত্তর থেকে দক্ষিণে থেকে
        জোয়ারে ভাটার স্রোত জানা নেই।

না আছে লেখায় না আছে নিমিষ
            ‌ কথার ভেতর ঢালে শুধু বিষ,
কাব্যগ্রন্থ হয়েছে প্রকাশ
        এক থেকে যেনো একশো পঁচিশ।

৬+.........