কবি দেখেছেন কিছু ময়লার স্তূপ
ওজন দিয়েছে কবি মানুষ দেখে না,
কবি দেখেছে নিস্তেজ বেদনার নীল
কবির দেখে সমস্যা বিরহে আস্তানা।
কবি দেখেছেন কিছু পাগলা কুকুর
কবি বলতে নারাজ যত্তসব রতো!
কিছু কুকুরের ছবি কিসে মিলে যায়
মানুষের আলামতে কুকুরের মতো।
কবির চোখে সমস্যা কিছুতে ধরে না
কবি প্রতিবাদ করে আকাম কুকাম,
কবি নিজে শুদ্ধ হয়ে সত্যকে জাগায়
কবি নির্ভয়ে বলেন সত্য অভিরাম।
দোষ বরদাস্ত কবি ভেতরে ধরেনা
কবি একজন দৃঢ় প্রত্যয় মানুষ,
সবকিছু থেকে উর্দ্ধে কবিদের স্থান
কবির হয়না কিন্তু স্বার্থের বেহুঁশ।