কাকের সমান কবি এখন পাচ্ছি ঘরে ঘরে,
হাজার কবির কথা আছে সুর জাগে না স্বরে।
কত কবির কত কথা নিত্য দিনে দেখি,
হৃদয় ছুঁয়ে যায় না কিছু মনেহয় সব মেকি।
কেউ জানেনা ছন্দ মাত্রা কেউ জানেনা গাঁথা,
তবুও ভাই বলতে হবে তার কবিতার পাতা।
কেউ যে আবার নকল করে কথার মত কথা
এসব নিয়ে বলতে গেলে কূল পাবো না তথা।
কবি কবি ভাব দেখাচ্ছে ভাবে আঁকড়ে ছবি,
বহু আগে বলছি আমি নয়তো আমি কবি।
কেউকে দেখি মুখের কথায় ব্যথা অন্য পায়,
সে যে আবার লেখা দিয়ে প্রতিবাদ জানায়।
উপর থেকে মানুষের রূপ ভেতর খেলে পশু
সেতো নয়তো মানুষ কেহ আসলে সে দস্যু।
প্রতিদিনে কবির মত এক কবিকে খুঁজি,
সবার আগে মানুষত্য এই কথাটা বুঝি।
লেখলে কভু কবি হয়না পূর্ব পুরুষ বলে!
নিয়ম নীতি মানতে হবে চলো মানার দলে।
- মুসা