দেখাতে পারিনা হৃদয় জমিন আর পরিবেশ
কত অসহায় কতটা আহত অবস্থা,
আমাকে করছে মন্থর থেকে আরো মন্থর
ধ্বংসস্তূপেই নিচে পড়ে আছে

হৃদয় প্রবাহে বাতাসের বেগ ঝড়ের গতিতে
সত্তর সালে বিধ্বস্তের ঘূর্ণিঝড়ের মাটি,
যেন মনেহয় ডালা পালা ভাঙা ধ্বংস শরীর
ক্লান্ত তীর্থ উঠে দাঁড়ানোর শক্তি পাইনা...

মনেহয় আর আমার তো কেউ নেই পৃথিবীতে
যেখানে তোমার কাছে হেরে গেছি
কোনভাবে আমি নিজেকে বুঝাতে পারিনা একটু
মনেহয় এই কিছু নেই আর আমার জন্য


নিঃশ্বাস চাপা আহত হৃদয় ভেঙে চুরমার করে
জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি
এরচেয়ে বেশি দেখা না হলেই তবে ভালো হতো
আমাকে ভাঙতে আসার জন্যে তুমি শুধু দায়ি