খাদিজা তোমার দরকার ছিল বলে
হয়তো আমার সাথে যোগাযোগ,
কালকে তুমিও স্মৃতি হতে পারো
সবকিছু টেনে করবে বিয়োগ।

দেখিনি তোমার মুখখানি উঁকি দিয়ে
তবুও তোমার যত্নের গড়া রূপ,
স্বপ্নের সাথে চুক্তিবদ্ধ হয়ে
দেখছি তোমায় দেখছি কিন্তু খুব।

চাঁদের আলোয় লাফিয়ে যাচ্ছে রাত
জোছনা নামিয়ে সুখ তারা যায় ভাসি,
খাদিজা তোমার সম্মুখে পানে বসে
তোমার নয়নে দেখছি চাঁদের হাসি।

কালের জোয়ারে যাচ্ছে ভেসেই স্রোত
যাচ্ছে মানুষ যাচ্ছে রাস্তা ঘাট,
চোখের কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি
আসা যাওয়ার বইছে স্মৃতির হাট।