বৈচিত্র্য জগৎ সংসারে/ কেউ হাসে কেউ কাঁদে,
ক্লান্ত জীবনের কাছে/এই সুখ কতদূর?
অর্থের খোরাকে বুঝি/ সুখ থাকে দূরে সরে
পর্যাপ্ত অর্থে দেখেছি / সুখ থাকে না অদূর।
পৃথিবীর কোনো খানে/ কেউ সুখী নয় বরং
সব মানুষের কোনো/ এক দুঃখ লেগে আছে,
এমন মানুষ নেই/ দুঃখ ছাড়া বাঁচে হায়!
খুঁজে দ্যাখো পৃথিবীর/ মানুষের পরিবেশে।
ভালো থাকার ভঙ্গিতে/ ভালো থাকা হয়ে যায়,
সুখের আশায় বসে/ অসুখের বাসা বেঁধে,
জনমের ধ্যান চেষ্টা/ আপসহীন লড়াই
জীবন যুদ্ধের কাছে / চলেছি পার্থক্য ভেদে।
এমন কোনো মানুষ/ পৃথিবীর বুকে আছে?
যার কোনো দুঃখ নেই/ সুখের অসুখে পরে,
সুখের আশায় থেকে/ অসুখের ব্যথা নিয়ে
সমকালে ভালো থাকা/ ভুলে যাওয়া বোকামি