দাঁড়িয়েই আছি নির্বাক আমি
কেউ যদি এসে সামনে দাঁড়ায়,
সকাল হারিয়ে বিকাল গড়িয়ে
সন্ধায় আছি তোমার খরায়।
যদি নিশিরাত আছি একসাথ
চাঁদ তারা মেঘ পাতানো আবেগ,
কথা হয়ে যায় রাতে একবার
কেউকি বুঝেছে মনের বিবেক।
মাটির মানুষ করি বিস্তার
পটানো শব্দ মিথ্যের জালে,
স্বপন পুজোরি ব্যাকুল আকুতি
আসবে কি কেউ এই কোন কালে।
স্বপন দুয়ারে ব্যাকুল শাখায়
মনের শ্রেণি বাঁকা রাস্তায়,
কেউ নাই আজ হৃদয় জামিনে
স্বপন জাগিয়ে আছি পস্তায়।