কেমন দেশটা চাই আহা বাংলাদেশ
মন্দের শেষটা চাই কল্যাণে অশেষ,
কতটা সংগ্রাম থেকে মুক্তি অবশেষ
কত জীবন দিয়েছে কী ধ্বংসাবশেষ।
কেমন দেশটা হলো কার হাতে জিম্মি
দলীয় প্রভাব একি নয়তো আরেক,
দমন পীড়ন যেন বিবেক সংকেত
একি বাংলাদেশ ভাই ধ্বংসের পেরেক।
স্বাধীন বাংলাদেশের সন্ত্রাসী ভূমিকা
মুক্তি চাই মাগো মুক্তি মোর অনুরক্তি,
সবুজ শ্যামল জুড়ে বাঁচার আসক্তি
ভালোবাসি এই দেশ চাইনা বিরক্তি।
পাখির কণ্ঠে আমার ঘুম ভেঙ্গে যায়
নদীর শীতল জলে শরীর জুড়ায়,
জাগ্রত ফসল বিলে নয়ন হারায়
অপূর্ব সুন্দর দৃশ্যে তৃষ্ণার্ত পুরায়।
বাঙালি বাঙালি নেই হিংস্রতা প্রকাশ
স্বার্থের কারণে যেন নেই কষাঘাত,
দলীয় প্রভাব মুক্ত মাটির মানুষ
পেট নীতি নিষ্ঠাবোধ থাকবে বরাত।