কেমন আছি বলতে গিয়ে
থামিয়ে মনে..........।
চুপ হয়ে যাই একলা আমি

কে জেনেছে একান্ত সেই
প্রশ্ন করে আমার কাছে,
কার কাছে আর বলি কিছু।

শোনার মত মানুষ কোথায়
সবাই নিজের দরজা খুলে
মনের মানুষ ঢুকিয়ে দিয়ে।

গল্প করে সময় কাটায়
আমার বাড়ির হাঁড়ি  ভাঙার
শব্দ শুনে ঘুম ভেঙে যায়...।
মধ্য রাতে জেগে উঠে
কেউ বলেনি কি হয়েছে?

অশান্তির এক বাসা বেঁধে
কোমরে মোচড়ে ভাঙে আমায়
কে জেনেছে খবর নিয়ে
কে  এসে দেয় বুকে সাহস....!!

কার এমনকি দায় ঠেকেছে
না বলেছে সাথে আছি
দুঃখটুকু ভাগ করে নেই
দুজন মিলে যুদ্ধ করি.........।