অনেক তাঁরার জন্ম পৃথিবীর বুকে
অবাক চোখেতে কয়টা তাঁরাকে পরে,
যেই তারা ওই সন্ধ্যার পিঠে চড়ে
সকলের চোখে যেই জ্বলজ্বল করে।

মানুষের ঘরে কত মানুষের জন্ম
কয়জন জ্বলে উজ্জ্বলে প্রতিকূল,
চিরকাল বেঁচে থাকে আর কয়জন
তবে বেঁচে আছে কবি কাজী নজরুল।

গরিবের কবি মজলুম এর কবি
অন্যায় এর বিরুদ্ধে করে রুল,
সব সাধারণে হাজার মনের বাক্য
তাদের হয়েই গেয়েছেন নজরুল।

বাবরি দোলানো সেই শৈশবে
বাতাসে উড়েছে মাথায় গোছানো চুল,
জীবন যুদ্ধে নানা প্রতিকূলে
চির স্মরণীয় কবি কাজী নজরুল।

বাংলার কবি বাংলাদেশের ঘরে
নাগরিক হয়ে ধন্য করেছে এই বাংলার কূল,
বঙ্গবন্ধুর সোনার বাংলা
তার আদর্শে কবির চেতনা দিয়ে রবে নজরুল।

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

অনেক তাঁরার /জন্ম পৃথিবীর/ বুকে
অবাক চোখেতে/ কয়টা তাঁরাকে/ পরে,
যেই তারা ওই/ সন্ধ্যার পিঠে/ চড়ে
সকলের চোখে/ যেই জ্বলজ্বল /করে।

মানুষের ঘরে/ কত মানুষের/ জন্ম
কয়জন জ্বলে /উজ্জ্বলে প্রতি/কূল,
চিরকাল বেঁচে/ থাকে আর কয়/জন
তবে বেঁচে আছে/ কবি কাজী নজ/রুল।

গরিবের কবি /মজলুম এর/ কবি
অন্যায় এর/ বিরুদ্ধে করে/ রুল,
সব সাধারণে/ হাজার মনের/ বাক্য
তাদের হয়েই /গেয়েছেন নজ/রুল।

মাত্রা ৬..../দুই