সুখ কে লিখতে গিয়ে আমি দুঃখ লিখে ফেলি,
সুখ উপাদান নাই ভান্ডারে দুঃখের কেলাকেলি।
ভোরের কাছে বসে বসে লিখে ফেলি শিশির,
প্রশ্ন করে উত্তর খুঁজি? উত্তর আসে নিবিড়।
পাহাড় লিখে আকাশ খুঁজি আকাশ দেখি দূরে,
ঐ আকাশে নক্ষত্র কাল রাত্রি যাপন জুড়ে।
ফুল লিখেছি মাঠ লিখেছি বন লিখেছি পরে,
রঙের জুড়ি লিখতে গিয়ে কালো রঙকে ধরে।
লাল লিখি না নীল লিখি না কালো কেনো লিখি,
ঐ গরিবের জীবন যাপন কালোর ঝিকিমিকি।