কাল চরিত্রে এসেছে ঠকাতে আমায়
তাজা প্রবন্ত হৃদয় চুরমার হয়ে,
পৃথিবী ঠিকি চলছে স্বার্থের ভেটকি
ঠকে যাওয়া ব্যক্তির মত ক্ষয়ে ক্ষয়ে।

উলট পালট হবে এপিঠ ওপিঠ
সূর্য উঠা বন্ধ হয়ে নেতিয়ে পড়ল,
কালের আবর্তে এক আঁধার দুনিয়া
চোখের আলোয় কালি ঝাঁপিয়ে ধরলো।

বিশ্বাস হীন পৃথিবী পরিত্যক্ত ছাঁদ
বসবাস ছাড়া বাড়ি ধুলোয় সন্তোষ,
কাল চরিত্রে নিয়ে আসা মানুষটি
এরাই সঠিক জানি তবু আফসোস।

কাল চরিত্রে নিয়ে প্রবেশের পর
ভেতরে বাহির ভেঙে চুরমার হয়ে
তবুও মানুষ ভাবে নিজের গন্তব্য
স্বার্থের ভেটকি মাছ খাওয়া জরুরী

কাল চরিত্রে নিয়ে আসা মানুষটি
কেমন আছে সুন্দর! আস্ত বেইমান
হৃদয় ভাঙার এক- এ কাল নাগিনী