নদীর বুকে ভাঙা নৌকা
দুলছে দিকবিদিক,
এপার-ওপার যায় না দেখা
কূল কিনারা ঠিক।

হাওয়া লাগে, আঁধার ঘনায়
তারা জ্বলে দূরে,
মেঘের কোণে দমকা হাওয়া
ছুটছে মাতাল সুরে।

রুগ্ন শরীর, ক্লান্ত হাতে
ধরি বৈঠার ডাল,
জীবন কূলের ফুল ফোটে নাই
বাঁচতে হবে কাল।

ভাঙা নৌকা, ভাঙা শরীর,
নিদ্রা আসে সাঁড়া,
হাতছানি দেয় রক্তিম সূর্য
মনের জোরকে বাড়া।