নদীর বুকে বিক্ষুব্ধ ঢেউ
আমি নৌকার মাঝি।
পাড়ি দিতে একলা হাতে
বৈঠা ধরছি আজি।

দমকা হাওয়া খসে পড়ে
ক্ষুদ্র আস্তানায়।
তলায় ঘোরে জল দৌড়ানো
নড়বড়ে যায় যায়।

যায় না দেখা ওপারের রং
গাছগাছড়ার মাথা।
ধূধূ পথে হাঁকিয়ে চলি
থমথমে রাত পাতা।

হাঁটু মুড়ে, কব্জি ভেঙে
নিদ্রা ডাকে সাড়া।
মনের ভেতর শক্তি হাঁকে
বলছে, "উঠে দাঁড়া।"