এই দুপুরে খেই হারানো ওই আকাশে,
হঠাৎ করে মেঘের পাশে রোদ্র ভাসে।
দামকা হয়ে আসতে পারে থমকে থাকা
ছুটবে পরে মাঠটি লয়ে গাছের শাখা।
ছুটবে লয়ে অনেক কিছু আমার গায়ের,
ভাঙবে যেন ঘরের চালা গরিব মায়ের।
উড়িয়ে নেবে ঘর শালিকের ছোট্ট বাসা,
ডুবিয়ে দেবে ফসলের মাঠ দেখবে চাষা।
এভাবে আর ভাঙবি কত দুঃখীর চালা,
বুঝিস কি আর গরিব মায়ের পেটের জ্বালা?
দিন এনে খায় দুঃখী ভায়ের দুঃখ হলে,
ঝড়ের চোটে আরো দুঃখে যায় তলিয়ে।
এমনি দেশে ওই করোনার ধ্বংস শানে,
বন্ধ আছে কর্ম দুয়ার লক ডাউনে।
এমন সময় উড়িয়ে নেবে ঘরের ছাউনি
বলে দে তুই জোড়া দেওয়ার উপায় খানি।।
অনেক হলো ভাঙচুরে আর নিভিয়ে বাতি,
এবার হছ না গরিব ভায়ের দুঃখের সাথী,
এই প্রকৃতি না ভেঙে তুই গড়ে দে না,
এই অভাবীর দুঃখের বোঝার ভাগি হ না।
রচনা,২৩/০৬/২০২১ বাড়ির
নদীর কূলে বসে দুপুরের সময়।।