তোমায় নিয়ে আমার লেখা জনপ্রিয়তা পাচ্ছে
অথচ কত তোমার মাঝে আমার বিরক্তি,
তোমার স্মৃতি আঁকড়ে ধরে করছি টানাটানি
অথচ তুমি ছেড়ে দিয়েছ হৃদয় সংযুক্তি।
নদীর থেকে জোয়ার আসে খালেরো পেট ফুলে
জল ছড়িয়ে মাঠ ভিজিয়ে জল গিয়েছে চলে,
আগে যেমন ছিলাম আমি এখনো ফের তেমন
মাঝে কোনোই ভিজিয়ে গেলো চোখের ছোঁড়া জলে।
পিছন ফিরে তাকিয়ে দেখি হারিয়ে গেছে দিন
জড়িয়ে ছিল অনেক জন পাতা জালের মত,
চোখের জালে আর ধরে না পিছু স্বজন উঠে
অল্প কিছু স্বজন জোটে বুকে অনেক ক্ষত।
চলতে গিয়ে তোমার সাথে কেটেছে কিছু দিন
তোমায় নিয়ে লেখা আমার মুগ্ধ করে চাষে,
তোমার মাঝে অবহেলার ঘুণ ধরেছে জানি
তবু তোমায় লেখার সাধ উজাড় করে আসে।