জলের রঙে দেখেছি তোমাকে যখন
জলের কি রঙ আছে? কয়জনে জানো?
জলের যে রঙ নাই ,যেই পাত্রে রাখে
পত্রের রঙে রঙিন একথা পুরোনো।
হাজার পাত্রে ডোবার অভ্যাস যে যার
তার হতে পারে কেউ হৃদয়ে ছোঁয়ানো?
আসলেই কেউ নাই জলের মতন
অনেক পাত্রের সাধে দুই পা ধোয়ানো।
নিজের রঙ না থাকে আছে কি অস্তিত্ব?
নিজে বাঁচা নিজে বাঁচো অন্যে কি বরাত?
একদিন অসহায়ে কেউ নেই পাশে
আত্নবিশ্বাস অভাবে কাটবে করাত।
সস্তার তিন অবস্থা পায়না সাগর
জল কখনো কঠিন কখনো নরম
কখনো বৃষ্টির রূপে মাটিতে গড়ায়
জলের মত ভেবেছো গরমা গরম।