সাদাকে করায় কালো কালোকে করায় সাদা,
এমন অদ্ভুত লোক নিগূঢ়ে হারামজাদা।
চাইছে সুস্থ চিন্তাকে অসুস্থ করে তুলতে,
সেই অদ্ভুত দাঁড়ায়,নিজ মস্তিষ্ক খুলতে।
হয়তো গোপন এক নষ্টের বিবেক ঘুরে
থামিয়ে হেনস্থা মুখে লেপাদুরস্তি কে জুড়ে
মুখ খুলে দাও প্রভু মুখ খুলে দাও তার,
এমন মানব জনে আশা নেই কিছু আর।
মুছে দাও অপশক্তি চাইনা বক ধার্মিক,
মানব কল্যাণে নহে লিপ্সে মস্তিষ্কে কর্মীক।
ভেঙে ফেল আড্ডাখানা গুটিয়ে-ই দাও সংঘ,
তাদের কথায় কত, হচ্ছে জনের আতংক।
ভদ্র ছত্রে হাঁটে যারা বুনেছে স্বার্থের বীজ,
গর্জে উঠুক নবীন ময়লা হবে খারিজ।
গর্জে উঠুক নবীন পাপীতাপির বিরুদ্ধে,
সবুজ চোখে এবার নামুক সবাই যুদ্ধে,
হানাহানি মারামারি আর নয় ভাঙচুর,
মুখোশের উম্মোচনে করতে হইবে দূর।
মানুষ চিনতে কভু যায়না বেশি সময়
এক কথাতে মেলায় তার বংশ পরিচয়,
লোক ঠকিয়ে আসলো তাদের মর্যাদা কিসে