যদি ভালোবাসি তবে কি আমায় হৃদয়ে রাখবে?
রাখবে কি আমায় সুখের খনিতে,
শয়নে স্বপনে রাখবে কি আমায়
জীবন সঙির পদ ধ্বনিতে........
যদি সবিনয়ে করি নিবেদন তোমার দুয়ারে
ভাববে কি তবে আমাকেই নিয়ে,
যদি বলি চলো একসাথে থাকি
দুই জনে আজ করে নিই বিয়ে.........
যদি ভালোবাসি আর জেনে যাও সত্যি তোমাকে
অবহেলা টুকু মারবে আমার মুখে,
ফুলের আসনে নাকি বসাবেই মেধাবী প্রেমের
নব সূচনাতে ডাক দিবে সম্মুখে.........
তোমাকে ছোঁয়ার দারুণ চিন্তা খসে পরে যায়
নিজের ব্যর্থ গণ্ডি পেরিয়ে আসতে পারিনি.....
প্রেমের গণ্ডি পাড়ানো তাইতো সাহস জাগে না
এমন কারণে তোমার হৃদয়ে হয়তো ঝরিনি..........................