দেশ সংকটে মুক্তিযোদ্ধা জিয়া ধরেছেন হাল,
মেজর জিয়াকে হত্যা করছে এ কেমন জাতি হলে?
মেজর জিয়াকে হত্যা করছে খুনি ঘাতকের দলে।

হত্যা হয়না হত্যা হয়না সভ্য জাতির গুণে,
হত্যা তো করে অসভ্য জাতি লালসার দুইগুনে।
ক্ষণিকের এই পৃথিবীর বুকে লোভ হিংসায় পরে,
মানুষের প্রাণ শয়তান রূপে মানুষের মাঝে ধরে।

মানুষ হত্যা মহাপাপ এক মানুষ পারে না তাতে
যেই জাতি যেনো ধ্বংস হবেই সেদিন কর্ম হাতে।
কঠিন শাসনে মুখে ছিল তালা, বন্ধ থাকত হাত,
বলতে পারিনি সত্য বাক্য জুলুম আর সংঘাত।

দেশ কল্যাণে যারাই নেমেছে হত্যা করলো দেশে,
খাঁটি বাঙালির খাঁটি মানুষের অভাব ধরেছে শেষে,
স্বাধীন দেশের এত বছরেও শান্তি পেয়েছি কবে,
মুক্তিযোদ্ধা মেজর জিয়ার শ্রদ্ধা জানাই তবে।

কালুরঘাট সেই বেতার কেন্দ্রে ঘোষণা দিলেন মুখে
পাকের শাসন দূর করো ভাই বাঙালি দাঁড়ালো রুখে।
দেশের মানুষ রেডিও বার্তা শুনে উঠেছিল কেঁপে
খাঁটি বাঙালির ঝাঁপিয়ে পরেছে মুক্তি চেয়েছে ছেপে।

মেজর জিয়ার কঠোর চেষ্টা জয় করেছেন মন,
তাই বাঙালির হৃদয়ের মাঝে জিয়ার আলোড়ন।
দেশের লোকের কল্যাণ নিয়ে করছেন তিনি পণ
এই ইতিহাস এই বাঙালির অমূল্য-রতন।

রাজনীতি নয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান,
এই বাঙালির শ্রদ্ধার ঘরে থাকবে সদয় মান।
যায় নাকি মোছা ইতিহাস কভু জুলুম নির্যাতনে,
ফুরিয়ে গেলেও কাগজের পাতা ইতিহাস রয় মনে।
রবে ইতিহাস হবে অবদান মেজর জিয়ার কথা
সব ইতিহাস মুছে ফেললেও থাকবেই নিরবতা।

এই সবুজের নতুন নতুন মুকুল কুড়ির পাতায়,
মুক্তিযুদ্ধে সেই ইতিহাস ভাসবে অমর গাঁথায়।
ফুলের গন্ধে পাখির কণ্ঠে গাইবে নতুন দিন,
সেই বহমান স্রোতের কাছে রবে শহীদের ঋণ।

এই রাজনীতি আমিও চাইনা ইতিহাস যায় মুছে,
দলীয় প্রভাবে ন্যায় বিলুপ্ত অবদান কারা চুষে।
একদল যেই ক্ষমতা ধরেছে ইতিহাস দেয় বদলে,
আরেকটি দল ক্ষমতা পাইলে বদলে বদলে-চলে।

এই জনগণ মাঝখানে পড়ে বুঝে উঠে নাযে কিছু,
সত্য মিথ্যা দুই দলে করে আমার তাদের পিছু।
রাজনীতি নয় পেট নীতি নিয়ে কপালে আমার ভাঁজ,
জন কল্যাণ মেজর জিয়ার অবদান যে বিরাজ।