দুঃখ মনে কষ্ট চলে অলাভজনক টান,
দিনে দিনে পুড়ে যাচ্ছে আমার সতেজ মন,
তাল বাহানায় বর্ষা এসে বেহাল মাটির পিঠ
ছোড়াছুড়ি সারা শরীর জলের বিতরণ।

দুঃখ মনে দুয়ার টানি তালা মারা ঘর,
হাতের উপর ফোসকা পড়ে কাঁপে থরথর,
দুঃখ দিয়ে নিজকে মাপি সুখের পিছে মন
মনের পিছে ঘুরে দেখি মনে অনেক জ্বর।

দুঃখ দিয়ে ব্যবসা হয়না ক্ষতি অনেক হয়
সব মানুষের দৃষ্টির নীচে থাকে দুঃখময়,
সুখের দেখা কারো মনে দেয়না ধরা আর
ভালো থাকার দরজা খুলে সুখ বলেছি তার।