জীবন কত কঠিন হতে পারে চোখের সমান
যতদূর দেখা যায় দুই চোখে নাকি আরো কম?
কার সমান আকাশ নাকি স্তুব পর্বত্য বিশাল
হাতের সমান নাকি পায়ে হেঁটে অক্লান্ত সংযম।
সাইক্লোন না টার্পেডো রোদ বৃষ্টি ঝড়ের সমান,
নয় সাগর কূলের ঢেউ এক অথই জলের।
মানুষ কখন যুদ্ধে পরাজিত হয় অস্ত্র কি ফুরালে
নাকি শেষ মনোবলে শেষ চেষ্টা বিশ্বাসের কাছে
মানুষ কখন থামে