হারাতে হারাতে যদি পাই তাকে
আসল নকল যাচাইর কাছে,
চলার সড়কে আসা যাওয়ার
কত এলো গেলো এই ইতিহাসে।
তবু দেখা নেই তবু কথা নেই
আর কত দূর আর কত কাল,
অপেক্ষা শেষে থাকবো কাঙাল
কত গেছি ফেলে হৃদয়ের জাল।
হারাতে হারাতে যদি পাই তাকে
পরেরা এবার সব দূরে সর,
ভুল মানুষকে চাইনা রাখতে
চাইনা কারোই মনের আঁছড়।
আসুক আসুক যদি হয় দেরি
তবু যেন আমি তার হয়ে পরি,
ভুলের সাথেই কূল হারানোয়
হৃদয়ে চাই না তবে আহাজারি।
মোঃ মুসা