এদেশ নয় যে একার কারো
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান আছে যত আরো
আমরা সবাই একই রক্তে আমরা সবাই জাতি,
কেন ভেদাভেদ কেন সংশয়, তা নিয়ে কেন মাতি?
সকল জাতি সকল তরে সবার সমান দাবি,
মিলেমিশে রই একসাথে যেন সে কথা ভাবি।
এক হয়ে আজ আনবো শান্তি ভ্রাতৃ সমাজ গড়বো।
তবে সবাই ভালো থাকতে হয়তো বুঝি পারবো।
হিন্দু মুসলিম বন্ধু হবো করে বসবাস,
সবার দুঃখে সবাই এসে বাঁচার দেবো আশ্বাস।
আর নয় কোনো দ্বন্দ্ব সংঘাত ধর্ম অজুহাত,
সকল জাতি এক সঙ্গে আজ উঠিয়েছি হাত।