কাউকে পছন্দ করা যদি ভুল হয়?
জীবনের অর্থ টুকু ভুল হয়ে যাবে,
চোখের দুয়ারে যদি ফুটে থাকে ফুল
মর্ম যদি নাই বুঝে মানুষ কি তবে?
প্রকৃতি এই সুন্দর পছন্দ কি হয়?
আকাশ মৃত্তিকা দুই বর্ধিত ঐশ্বর্য,
ঢলে পরে আছে কত বসন্ত আভাস
মনেতে ধরে না যার মন এক বর্জ।
সৌন্দর্য দেখতে তবে লাগে ভালো চোখ
সবার চোখে সবাই সুন্দর হয়না,
কেউ অপূর্ব সুন্দরী বাকি কেন মিছে ?
স্রষ্টার সৃষ্টি সুন্দর আলাদা হয়না।
সকল সৃষ্টিকে তিনি করেছে অপূর্ব
এক জনে এক রূপে করেছে সৌন্দর্য,
নিজ হাতে গড়া এক নিখুঁত যাচাই
ভুল হতে পারে নাকি তার কারুকার্য।
কার চোখে কারে তবে লেগে যায় ভালো,
কেউতো জানে না আর জীবনের পরে,
সাদা কালো কিছু নয় মনের দুচোখে
যার প্রতি যার চোখে, সৌন্দর্য-ধরে।