জানি আমাকে না পড়ে মনে
কারণ কি তার অকারণে!
নয় তো তেমন আমি কেউ
তোমার মনের সিংহাসনে।
জানি আমাকে না পড়ে মনে
তোমার চলা পায়ের ছন্দে,
নই তেমন মনের ধারে
সুদর্শনের সেই আনন্দে।
জানি আমাকে না পড়ে মনে
সকাল বিকাল সন্ধ্যা বেলা,
চমকে উঠা মনের মধ্যে
ভয় লাগে না হারিয়ে ফেলা।
জানি আমাকে না পড়ে মনে
এই পথের এই অঙ্গনে
এই বাসন্তী দুয়ার পাশে
আমের মুকুল গাছে গাছে
ঢেউ দোলানো নেইকো কোনো
কেন পড়ে না জানছি শোনো?
উথাল পাথাল নেই ঢেউ
নই তোমার তেমন কেউ।
হয়তো তোমার অভিধানে
তোমার মনের ব্যাকরণে
নয় তো কাছে এমন টানে
হয়তো মনে নেয় না মেনে
জানি আমাকে না পড়ে মনে
(১০ মাত্রার ছন্দ)