ওরা কি জালেম নাকি দুর্ধর্ষ জালেমের নেতা,
সুবিধা লুটতে ছলে কৌশলে মিলিয়েছে মাথা
চরম সত্য ওরা মুনাফিক জালেমের দুই হাত
ওদের রয়েছে হিংস্র স্বভাব আড়ালে চক্ষু পাতা।
শয়তান কেউ দেখেনি দুচোখে এদের দেখেছি
মস্তষ্ক পচা গন্ধ পেয়েছি আর অশান্তি।
সমাজের চোখ অন্ধ করছে দেখেছি মুনশিয়ানা
কোরানের বাণী দিয়েছেন খোদা নেই যে কমতি।
খাপ পেতে আছে শকুন শিয়াল হায়না জাতির দল
কে কে ওদেরকে সাপোর্ট করো মস্তক পচা দিয়ে,
ওদের রয়েছে বড় অন্যায় ওরা মানুষের ঘুণ পোকা
সাপোর্ট করে ওদের সমান পাপাচার থাকো নিয়ে।
ধ্বংস করূক হেদায়েত হীন জালেমের প্রাণ টুক
খোদার দুয়ারে নালিশ দিয়েছে মজলুম একনেতা,
চাইনি কখনো মানব মৃত্যু চেয়েছি জালেমে দ্বয়।
ওদের মৃত্যুকে দেও মারহাবা সত্যের হলো জ্যাতা।
আকাশ বাতাস পাহাড় নদীর হায় জগতের হায়
জালেম মরছে খুশিতে কেমন কমে যায় সংশয়,
জালেম গোষ্ঠী সকলে মরেছে জাগ্রত কচি ধ্যানে
ক্ষণিকের এই পৃথিবীতে হলো জয় সত্যের জয়।