যুগে যুগে নবী এলো ওই আধারে সূর্য ছিলো
মুছে দিয়ে কালো ছায়া দেখলো নতুন রাস্তা,
জুলুম কারী ধ্বংস হলো শান্তি নামলো মনে
নেতার আদেশ অটল ছিলো খোদায় ছিলো আস্থা।
শেষ নবীও এসে গেলো নবী আসা শেষ
এখনো তো জুলুম হচ্ছে করে পথভ্রষ্ট,
মারে কাটে খুনাখুনি দুর্বল- ইজ্জতহানী
জীবন ধ্বংস করে তারা চালাকি তে পষ্ট।
খবর কাগজ নাড়া দিলে দুর্ঘটনার ভাসে
প্রতিদিনে হেডলাইন হয় পাতায় যায়রে ভরে,
টিভির চ্যানেল টিউন করে দেখে লাগে ভয়
হানাহানির খবর দিয়ে বুলেটিন শেষ ধরে।
আমার ঘরের অনেক খবর যায়না খবর পাতায়
যায়না আমার দুখের কথা সাংবাদিকের খাতায়
কারা আমার লাথি মারে কারা মারে ঘুষি
ভাতের থালা কেড়ে নিচ্ছে ষড়যন্ত্র মাথায়।
ঘরের ইঁদুর বান কাটলে ঘরের চালা টিকে
এদিক ওদিক হেলে পরে আকাশ ভাঙা ঘরে,
চোখের নীচে কালো ছায়া এমনি কী আর ওঠে
বিনা মেঘে বৃষ্টি ঝরে তুফান ওঠে ঝরে।
বিচার আমার খায় শিয়ালে খুট ধরেেছ দালাল
আমার বাড়ি হা×রুন, রি×য়াদ,মু×ন্নির,মায়ে
কেমন করে জানি হায়রে কেমন করে জানি
কিছু আগে যাদের জন্য অশ্রু ছিলো বেয়ে।
নাম শুনছি আবু লাহাব আবু জাহেল ছিলো
তাদের মত করে ঠিকই বলার ভাষা নাই
ওদের কাজে তাদের কাজে সমান মনসা মিল
অন্তর চোখে বিচার করলে এক করে যে পাই।