অবিচারের মাথা কাটো
সুবিচারের পথে হাঁটো
দেশটা তবেই তোমার একার নয়
একার করে খাচ্ছে কেনো ভাই,

দল ক্ষমতা পাইলে বুঝি
তোমার তরে পেটের রুজি
এই রুজিতে তোমার ধরে জয়
জয়ে জয়ে হয়না আমার ঠাঁই।

দুর্নীতি কে ঘৃণা করো,
সুনীতি কে আঁকড়ে ধরো
কাজে কথায় মিল রেখে যাও
শ্রম জাগিয়ে ভাগ্য কুড়াও।
উল্টো পথে চলছে তাদের দ্বয়,
এসব নিয়ে দেশটা কেনো পাই