জাগো নবীন
মোঃ মুসা
ঐ নতুনের কেতন ওড়ে,
স্বচ্ছ সতেজ কইরে তোরা?
গড়তে হবে, পড়তে হবে,
কীর্তিমানের ফুলের তোড়া।
উঠুক জ্বলে আশা-আলো,
ভাঙুক যত দুঃখ-কালো,
চেতনার সেই সূর্য হাসে,
এগিয়ে চলো, এগিয়ে চলো।
হৃদয় জাগে স্বপ্ন ডাকে,
সৃষ্টি ডাকে সচ্ছ ঘরে,
জাতির ঘারে পাথর চাপা,
তুলতে হবে লড়াই করে।
কইরা ছাত্র, কইরা তোরা,
স্বাধীনতা রক্ষার পালা,
বুকের ভেতর দ্রোহের আগুন,
বৈষম্য ফের দেয়রে জ্বালা।