ইতিহাস হয়ে থাকতে চাইনি জীবন খাতায়
তোমাকে চেয়েছি অসহ্য ভাবে,
আমার একটা সে চিরন্তন সত্য মানুষ
এর অপেক্ষা আমাকে করেছে অথচ কঠিন।
হয়তো আমাকে টেনে নিয়ে গেছে
অথচ নদীর ভাঙ্গনে বেরি বাঁধে,
ভেসে নিয়ে গেছে হৃদয়ের খরকুটো সে জলোচ্ছ্বাসে
আমি নিঃসঙ্গ পথিক হয়েছি অসহায় কোনো
কুত্তার মত।