জমি কিনে ইসমাইলে আজ পায় না দখল তার,
ভোগের জন্য বিচার নালিশ বছর করে পাড়।
জমি হলো তিনের গন্ডা মূল্য হলো ছয়,
ভোগ দখলে নিতে তারি টাকা গেছে নয়।
জমির মালিক ফারুক মিয়া বেচা দিছে দুই,
নজু মিয়া, ইসমাইলে যে দুইয়ে করে ছুঁই।
নেতাপেতা দফায় দফায় আনিছে দুজনে,
মিছিল মিটিং টাকার জোরে গেছে ক্ষণে ক্ষণে।
যত টাকা লাগে পথে তবু জমি চাই,
জমির মূল্য যা পরিমাণ তিনগুণে খায় ভাই।
যত টাকা দখল করতে দিছে জনে জনে,
সে টাকাতে বিশ গুণ কেনার সাধ্য সহজ ক্ষণে।
নজু মিয়া অর্থশালী অনেক জমির মালিক,
ছাড়বে না তার দ্বন্দ্বের জেরে এতটুকু ঠিক।
ক্ষমতা আর দাপট থেকে রদ বদলের পালা,
যখন যারি ক্ষমতা হয় বলছে আগুন জ্বালা।
আমরা খামু জমিজমা আমরা খামু বাড়ি,
এই নিয়ে যে দুটি দলের চলছে কাড়াকাড়ি।
বিচার শালিশ করতে করতে যত টাকা ছাড়ে,
এই টাকাতে এরচে বেশি জমি কিনতে পারে।
তবু জমি নিয়ে দু দল থামছে না ভাই তারা,
নিত্য এমন ঝামেলা ভাই ভাল্লাগে না