আমার মনের ইচ্ছা গুলো
কোনোদিনও হয়না পূরণ,
যত্ন করে পালি তারে
তাও করে না পায়ে চরণ।

কতদিকের কত মানুষ
ইচ্ছে মত বসত করে,
আমার বাড়ি বাঁধার পরে
ঝড় তুফানে ভাঙন ধরে।

আমার মনের ইচ্ছা গুলো
সৃষ্টিকর্তার নজিরবিহীন,
আমি কেবল নিজে দায়ী
নিজের কাছে নিজেরই ঋণ।

আমার মনের ইচ্ছা গুলো
ঝালমুড়ির ঐ ঠোঙার মত,
দরকার শেষে ধুলোবালি
আপন করে বুকে ক্ষত।