ইচ্ছে করে তোমার কাছে ঘুরে দাঁড়াই
দুয়ের মাঝে এক হয়ে যাই,
ভুলভাল যা; লাথি মেরে দূরে ফেলে
এক হয়ে যাই যা কিছু তাই।
ইচ্ছে করে তোমার সাথে নম্র ভাবে
কথা বলার সাহস করি,
উচ্চস্বরে বাক বিতণ্ডা কোরবানি দেই
তোমার দুটো পায়ে ধরি।
জনম কালের বিবর্তনে মাপের জন্য
দাঁড়িয়ে থাকি যুগের ঘারে,
যুগ কাটিয়ে যুগান্তরে তোমার জন্য
ক্ষমা চেয়ে একাধারে।
তোমার জন্য একশ বারে কানে ধরি
উঠা বসা করতে করতে মাপ পেয়ে যাই,
তবে যদি তোমার কাছে ফিরতে পারি
এই আকাঙ্ক্ষার সতর্ক সাধ তা যদি পাই।
(- শাকিলা)