মানুষ আসুক সবার জীবনে তার মত নয়!
কেউ না আসুক একাকী জীবনে নিঃসঙ্গতায়,
চাইনা এমন মানুষ আসুক কারো অজানায়
মানুষ আসুক সবার জীবনে তার মত নয়।
ঝড় বাদলের তুফান আসুক এই প্রকৃতির ঘাটে
কিছু ফেলে যায় গাছের শরীর তুফানের শেষে
তার মত কেউ চাইনা আসুক হারানোর পর
অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যেনো অবশেষে।
দুঃখ আসুক কষ্ট আসুক বেদনা আসুক ঘরে
দুঃখ হয়তো লজ্জার মুখে পালিয়ে বেড়ায়,
বেদনা হয়তো দিশেহারা হয়ে দূরে সরে যায়
যাওয়ার কালে শিক্ষা দিয়েই যায়....
সবকিছু আসে সবকিছু যায় জীবনের রাস্তায়
তার মত কেউ জীবনে না আসে এই কামনায়
আমি আজো বসে আছি প্রার্থনায়....