যতবেশি তারে ভুলে যেতে চাই
তত বেশী তারে মনে পরে যায়,
চৈত্রের দাহে শরীর পুড়ে না
পুড়ে যায় এই মন।
বসন্ত এলো চলেও গিয়েছে কাল
নতুন সুরূতে বৃক্ষের মনোভাবে
ফুরফুরে হয়ে ঘুম ভাঙা দিন
আমি তো রয়েছি আজো নিশ্চুপ।
শিশির ভেজার সকালের ঢেউ
আমাকে একদা সজাগ করতো
হৈমন্তী দিনে কুয়াশার ঘরে
নজর পড়েনা শুধু একবার।
ছাড়তে পারিনা ধরতে পারি না
বুঝতে পারিনা মনের হিসেব
মনেহয় তাকে হারিয়ে ফেলেছি
হঠাৎ এসেই হৃদয় জাগায়....
উৎসর্গ! শাকিলা