কেউকে এমন লেগেছিল ভালো
পাড়ি দেবো সেই একটি সাঁকোর,
নিজের মুখটি আয়নাতে দেখে
লাগে যেন কোনো চাকর বাকর।
তাইতো এমন নিজের ভেতর
আশা করা ছেড়ে ধরি ধরি পথ,
এমন লোককে কেউ মনে লয়
চাইছি একটু সেই মতামত?
মনের ভেতর ধুয়ে মুছে দিয়ে
একলা একলা মেনেই নিলাম পরে!
হঠাৎ করেই কিছু মায়া এসে
পিছন পিছন যেন কেউ টেনে ধরে।
//মাঃ বৃঃ// ছঃ রচিত
- মোঃ মুসা