মনের উপর হতাশার ছবি
শব্দ আমায় তৃপ্তি দেয় না,
আছাড় মারছে উল্টে পাল্টে
আমাকেই খুঁজে আমিও পাই না।
জীবন যুদ্ধে সতেজ মন্ত্র
লুটিয়ে পরেছে ঘরের কোণায়,
আসছে নাবিক জাহাজ নিয়েই
যাওয়ার কথা গল্প শোনায়।
যাচ্ছে মানুষ পাচ্ছে নাগাল
আনছে দুয়ার ছিনিয়ে মিছিল,
দেখেছি আমার কাহিল শরীর
পথের মধ্যে হাঁটু পিচ্ছিল।