চাইলে কত না সহজেই পাই
থাকে যে বা যত দূর......
শুধুই পাইনা এই ভালোবাসা
প্রিয়ভাষিণীর সুর।
নাটকটা এই আধুনিক যুগে
আছে ফেসবুক আছে ভাইবার
ফেসবুকের ও আইডিটা আছে
শুধু সে ফ্রেন্ড লিস্টে- নাই!
কত চেনা হয় পরিচয় হয়
যে রাজকন্যা দুয়ারে দাঁড়ায়,
শুধু তার নেই দৃষ্টির সীমা
এই ভালোবাসা দূরে থেকে যায়।
এই কবিতাটি কত জনে পড়ে
যাকে লেখা হলো,
শুধু সে পড়েনি একটিও বার
এ্ই ভালোবাসা এইতো আমার