মানব কল্যাণে যন্ত্র হয়েছে উদ্‌ঘাটন
সেটা প্রয়োগ হয়েছে আজ মানব-ধ্বংসে,
মানুষ ভেবেছে এটা বাঁচার শ্রেষ্ট উপায়
সেটা দিয়ে ধ্বংস হচ্ছে মানবের শেষ অংশে।

নারীর কল্যাণে হলো আইনের আর্শিবাদ
সেটা সুবিধা খাটায় স্বার্থে ফয়দা উসুল,
দুষ্টের স্ত্রী-করেছে তাতে দুষ্টকে উদ্ধার
নীরিহ মানুষ ঠকে তার দিতেছে মাশুল।


আগে অপরাধী সব টাকায় রুখেছে পথ
এখন কৌশল দিয়ে তার ফয়দা লুটায়,
নারীকে ইউজ করে আইন করে নিজের
সত্যকে ফেলে আইনে এক নাটক চাপায়

এটা কী মুক্তিযুদ্ধের আমার সোনার বাংলা
এই প্রশ্ন রাখি আজ ত্রিশ লাখ শহীদের,
সকল সভ্য সমাজে এবং দেশের রাষ্টকে
উত্তর চাই জবাবে আর্শিবাদ আইনের।