হিন্দু মুসলিম মোরা ভাই ভাই
আয় বুকে আয় আয়রে সকল,
আমরা মানুষ রক্তে মাংসে
হৃদয় জুড়ে করবো দখল।
তোমার পুজো বড় ভক্তির
আমার নামাজ মাথায় নত,
সৃষ্টি কর্তার নৈকট্য চাই
করে যাবো নিজের মত।
চারিদিক ওই দ্বন্দ্ব গন্ধ
ঘেন্না হিংসা তর্ক জালে,
ভিন্ন হলো হিন্দু মুসলিম
চাই সম্প্রীতি জনম কালে।
নবীর কথা কয়জন মানে
নবী বলছে হাই,
বিদায় হজ্ঝের বলেন নবী
ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই।
ধর্ম ব্যবসা খাঁটি লোকে
করে না কেউ শোনো?
ধর্ম টাকে নীচু করে
পতনের দিন গোনো।
এক সুরে আজ গাইবো মোরা
এক সুতাতে গাঁথবো মালা,
হিন্দু মুসলিম ভাই ভাই আজ
দ্বন্ধ দুয়ারে তালা।