হেনস্তা হয়েছি খুব অনেক জনের কাছে গ্রামের দুয়ারে
যতটুকু চেনা শোনা যতটুকু চেনা মুখ রয়েছে বিস্তার,
অকথ্য ভাষা চাপিয়ে আমাকে করেছে ছোট সমাজ সংসারে
রক্ষা পাই নাই কভু ওদের কবল থেকে হয়নি নিস্তার।

দৃষ্টি ভঙ্গি ছুড়ে মারে হিংস্র দৃষ্টির নজরে চোখ বাঁকা করে
নিজেকে ভাবে চালাক আমি কিছুই বুঝি না তার আচরণ
কেীশলে আমাকে ফেলে ষড়যন্ত্র গুটি মন্ত্র সেই দুশমন
জুলুমে স্বীকার হয়ে দাবি তুলেছি খোদার দোয়ার ধরণ।

আমার সম্মান টুকু মাটির সাথে মিশিয়ে বড় পীর সাজে
মসজিদে তাকে করে বড়কর্তা মাতব্বরি ইমানে যে চেতা,
মুনাফেকি যেই রূপে ক্ষতি করে ছিলো যেন নবীর আমলে
বড় আপসোস লাগে জালেম যখন হয় মসজিদে নেতা।


কান কথার বিশ্বাস এতটা দ্রুত ছড়ায় রকেট গতিতে
আজকাল সমাজের অন্যের হেনস্তা করে খুব মজা পায়
এই সুযোগে নিজের যতকুফা টুকু নিয়ে হল্কা মন হয়
হায়রে কুত্তার বাচ্ছা মানুষ হিসেবে তোর জন্ম হয় নায়


সম্মান আমাকে দেয় সম্মান যার রয়েছে যেন মজবুত
জীবন থেকে থাকে না এই সমাজ বিদায় দিয়ে সতত
বহুজন এসে বলে সমাজে ফিরে চলেন করি বয়কট