হেমন্ত সকালে এক রক্তিম রোদ্দুরে ভাসে,
পক্ষীর কন্ঠ গুঞ্জনে হৃদয়ে বক্ষ বাসে।
পাকা ধানের সুবাসে, মৃত্তিকা গর্ভের সুর,
প্রকৃতি হাসে, উত্তরে তোমার অমল মূর।
আকাশে মেঘেরা হাঁকে সোনালী আবির রাঙে,
সন্ধ্যায় ঝলসে তারা, মায়াভরা জালে বাঁধে।
শীতের হাওয়া ছোঁয় কোমল, চুম্বনে ভরে,
নীরব রাতে, চাঁদের রূপের হৃদয় গলে।
ফুলের সুবাসে মোর মন মাতিয়ে, গোপনে,
প্রকৃতি রঙ্গিন, জাল ভোটে দেয় এক টানে।
হেমন্তের চাঁদ হেসে, শীতল মায়ার মোহে,
প্রেমের সুরে বাজার, সঙ্গীতে মধুর মোহে।
এই ঋতু, এই দিন সময়ে ভরে চাহিদা,
হেমন্তের মায়া, টানে গভীরে স্রোতের ফিদা।