সাজ সকালের পাতায় পাতায়
পাতার উপর শিশির ঝরে,
কচি ধানের ডগার উপর
সুতোয় মাপা ফোঁটা ধরে।
হলুদ মাখা মাঠ সীমানার
সরিষার গাছ যৌবন আনে,
চমকে দেওয়া সূর্যমুখীর
ভোমরা ছুটে মধুর টানে।

ঐ গোধূলির আমন্ত্রণে
যাচ্ছে ছুটে মগ্ন প্রেমিক,
চারিদিকে ছড়িয়ে যখন
ফুলের হাসি এদিক ওদিক।
প্রজাপতির হরেক ডানায়
রঙ শাড়িতে রং মেখেছে,
সারা বিকেল লগ্ন ছিঁড়ে
উড়াউড়ি ধুম লেগেছে।

ধাপে ধাপে ছয়টি ধাপের
দেখছি তারে ভাগে ভাগে,
বাংলাদেশের এই প্রকৃতি
দেখতে শুধু ভালো লাগে।