আনমনে চলি ঝুলন্ত ভোরে ঘাসের উপর
ঝলসে উঠেনি সূর্যের রূপ প্রকৃতির মাঝে,
হঠাৎ দেখছি পায়ের উপর জলের মিছিল
তাকিয়ে দেখেছি শিশির বিন্দু স্বচ্ছ মেজাজে।

চারদিকে দেখি কুয়াশায় ঢাকা বিস্তীর্ণ গাঁ
হঠাৎ সূর্য উঁকি দেওয়ায় লুকালো আগের ধাপ,
রাত্রি শাসনে রাজত্ব হারা দুশমন ছিল রোদ
দুই রাজাদের পালা বদলের দারুণ স্বভাব।

বিদায়ী রোদের শিশির সৈন্য চুপচাপ দেয় হানা
সূর্য পালিয়ে আঁধার ঢাকার সাঙ্গু পাঙ্গ হাল,
শীতের স্নিগ্ধ হেমন্ত কাল জাগ্রত দিন ক্ষণে
বহুদিন ধরে দূর বাসে আমি পরবাসী দিন কাল।

গরমের যত আকাম কুকামে পুড়েছে জগৎ পিঠ
শীতে কি এখন অপকর্মের চালবাজি দিবে ফের,
বহু অনাহারী বহু অভাবের বস্ত্র আনেনা ঘরে
তুই শালা শীত নির্দয় হলে গরীব পাইবে টের।