অনেক কিছু মেনে নিয়েছি না মেনে আর পারি,
রাখতে গিয়ে অনেক কিছু হঠাৎ গেছে ছাড়ি।
হারিয়ে গেছে যত্ন করা রত্ন জমাট খনি,
হারিয়ে গেছে বুকের ধারে জোড়া মধ্যমনি।
জড়িয়ে গেছে সোহাগ স্মৃতি ছড়িয়ে গেছে দিন,
ঠুকরে কাঁদা চুপসে বসা একই জোটের ঋণ।
হারিয়ে গেছে উঠুন বাড়ি রাঙামাটির পথ,
হারিয়ে গেছে ভালো লাগার অটল রাখা মত।
হারিয়ে গেছে মায়ের স্নেহ হারিয়ে গেছে স্বর্গ,
ফাঁকি দিচ্ছে বিশ্বস্ততা ধরা ছোঁয়ার বর্গ।
হারিয়ে গেছে ফেলে আসার অনেক গুলো দিন,
হারিয়ে গেছে স্বজন প্রীতি দেওয়া সমীচীন।
হারিয়ে গেছে ভালো লাগার অনুভূতির ঢাল
এই হারানো দিনের কাছে চলছি কত কাল।