কি লিখবো আমি মনে কিছু নাই
না পাওয়ার কি আক্ষেপে কেঁদে,
মনের উঠুনে বৈঠক শেষে
আমাকে ভাসিয়ে নেয় ঢেউ বেঁধে।
একটু আগেই কূলজুড়ে আছি
গঙ্গায় ডুবে সাঁতরিয়ে উঠে,
চোখের কোণায় দাঁড়িয়ে ছিলাম
তবুও দেখেছি এক ফুল ফোঁটে।
হঠাৎ করেই হারিয়ে যাওয়া
মনেহয় এই উঠুন ভেঙেছে,
বহুকাল ধরে বসবাসে আমি
অদৃশ্য হয়ে হারাতে বসেছে।
-