হ্যাপি নিউ ইয়ার মেসেজ টা নাইচ,
লিখে পাঠিয়েছে কে? দুহাজার বাইশ।
বলেছে হাসি মুখ একটু লেগে যাক,
বলেছে মুছে যাক দুঃখের বিভাগ।
দেখোনা রঙ ঝরে আতশবাজি আর,
তারিখ হেসে কয় দেখোনি কিছু তার!
শুভেচ্ছা তোমায় শুভেচ্ছা তোমায়!
আগামী দিনগুলো ভালো যাক সবার
অপূর্ণ গুলোই পাক পূর্ণতার
মঙ্গল নামুক বিশ্বের বাজার
স্বাগত শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার
মুছে যাক করোনা মিটে যাক খাইস
আশাবাদী এবার দুহাজার বাইশ।
একটু খোঁচা দিয়ে জানালাম ডিয়ার,
শুভেচ্ছা তোমায় হ্যাপি নিউ ইয়ার।