গৃহের কর্তা শোনেন! রাখেন মেয়ের খোঁজ?
আসক্ত হয়ে তলায়- কার সাথে চলাফেরা??
কোথায় দেখা করছে গোপনে ঝোপের ধারে
ভেলকি বুঝেন নাই, আছে নাকি ভাঙা বেড়া।
শোনেন গৃহের কর্তা গৃহের পাতিল ভাঙে
টের পাননি একটু ভেঙেছে ফুলের মেলা,
শব্দ হয়নি একটু ভেঙেছে আয়না মুখ
বুঝতে পারেনি কর্তা প্রযুক্তির লীলা খেলা।
প্রেমের নামে চলছে অশ্লীল খুন ইজ্জত
হয়েছে ঘরের মেয়ে নষ্ট থেকে আরো নষ্ট,
বখাটে ছেলে হয়েছে প্রেমিক প্রেম বাজারে
ফেসবুকে ইনবক্স খাতিরে হয় ঘনিষ্ঠ।
প্রেমের ভেলকি নিয়ে সর্বস্ব খেলো বখাটে
চেটেপুটে লুটেপুটে খেয়েছে তার সম্মান,
আপনি ঘুমিয়ে পরে ভদ্রের জিকিরে ব্যস্ত
কোন লাভ নেই এতে- গেয়ে সাধু গিরি গান।
শোনেন গৃহের কর্তা মোবাইল ফেসবুক
আজকে যাচাই করে দ্রুত সাবধান হোন!
সম্মান হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় না